মেনু নির্বাচন করুন
গুরুত্বপূর্ণ লিঙ্ক

টেক্সটাইল

বিভাগ : টেক্সটাইল

শিরনাম : টেক্সটাইল

বস্ত্র শিল্পখাত ও দেশের সর্বোচ্চ আয়ের খাত তৈরি পোশাক শিল্পে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। আর এর জন্য সুতা, বস্ত্র তৈরী ও প্রক্রিয়াকরণ সংক্রান্ত যন্ত্রপাতি নিয়ে পড়াশোনা হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং । তাছাড়া পাটজাত দ্রব্য তৈরীতে এদের যথেষ্ঠ ভূমিকা রয়েছে। তুলা উন্নয়ন বোর্ড, কটন মিল, স্পিনিং মিল, টেক্সটাইল, জুট মিল, বস্ত্র অধিদপ্তর সহ দেশ-বিদেশের এরূপ বিভিন্ন মিল কারখানায় উচ্চ বেতনে বিভিন্ন কর্মকর্তা হিসাবে আকর্ষণীয় চাকুরীর সুযোগ রয়েছে। এই সংক্রান্ত বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার সুযোগ রয়েছে।